১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বাঁকুড়ায় গান, নাচ, নাটকে বিশ্ব জল দিবস পালন

পাপিয়া বারুই :আজ শপথ নেওয়ার দিন, আজ সংকল্পের দিন, জল অপচয় আর নয় নিন, জল সংরক্ষনের শপথ নিন, চলতে চলতে যদি দেখ রাস্তার ধারে, খোলা মুখ কল থেকে পড়ছে জল অযথা অঝোরে অবাদে, দেবে তুমি বন্ধ করে, আমরা করি, তুমিও করবে, আজের দিনে সেই অনুরোধ করি। এভাবেই গানে, নাচে, বিকল্পের সন্ধানে নাটকে পালিত হল বিশ্ব জল দিবস।বুধবার সকালে শালতোড়ার তিলুড়িতে এই দিনটি পালিত হয় এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যালের অঙ্গ হিসাবে ভারত সরকারের আর্থিক সহযোগিতায় নেহরু যুব কেন্দ্র, বাঁকুড়া ও পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডসের যৌথ উদ্যোগে। শালতোড়া, ছাতনা ও গঙ্গাজলঘাটি ব্লকের শিল্পীরা এতে অংশ নেন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সংস্থার সভাপতি সংগীতা ধরবিশ্বাস এবং সম্পাদক ঝর্না গঙ্গোপাধ্যায় জানান যে জল চাহিদা ক্রমে বাড়ছে।প্রতিদিন প্রচুর জল আমরা অপচয় করে চলেছি।বৃষ্টির জলকেও আমরা সঠিক ভাবে ধরে ব্যবহার করতে পারছি না।কোভিড ১৯ সংক্রমনের পর বারবার হাতপা ধোয়া ও কাপড় জামা কাচার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।জল ব্যবহার বেড়েছে।তাই আমরা জল অপচয় রোধ, সম্ভাব্য জায়গায় জল একাধিক বার ব্যবহার করা ও বৃষ্টি জল ধরে কাজে লাগানো এই তিনটি বিষয়ে জনমত গড়ে তুলতে রাস্তায় নেমেছি।জল সংরক্ষণের বেদি মূলে গান, নাচ ও নাটক আমাদের সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য।ইতুড়ির অতসী মাকুড়, তিলুড়ির অনন্ত রায়, ছাতনার প্রবীর মাহাতো ইত্যাদি লোকশিল্পীরা জানান জল সংরক্ষনের আলোচনা সভা এবং অনুষ্ঠানে সামিল হতে পেরে তারাআনন্দিত ও খুশি।জল সংরক্ষণের গান গাইতে পারাটা আমাদের একটা সামাজিক দায়িত্ব। তারা এধরনের গান তৈরি করে প্রচারে নামবেন।এদিন জল সংরক্ষনের গান ও নাচ রচনা এবং পরিবেশন করা হয়।

Advertisement