১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ

সুশান্ত বাগ : আবহাওয়াবিদরা যখন লাল সতর্ক বার্তা জারি করে বলছেন উষ্ণতার পারদ ছোঁবে 44°c ,তখন সাধারণ মানুষের জন্য রাস্তায় নামল বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সকাল 11 টায় ম্যালেরিয়া অফিস কালীমন্দির থেকে যাত্রা শুরু করে পুরো বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় প্রধানত তেলিপুকুর, কার্জনগেট, স্টেশন, রানীগঞ্জ বাজার ও হাসপাতাল চত্বরের পথ চলতি কর্মরত শ্রমিক, ট্রাফিক পুলিশ ,সিভিক ভলান্টিয়ার, টোটো চালক, রিক্সা-ভ্যান চালক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ মোট 1000 জন মানুষকে একটি করে ঠান্ডা জলের বোতল ও একটি করে ORS এর প্যাকেট তুলে দেওয়া হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

এর পাশাপাশি অসহায় পথ পশুদের খাওয়ানো হয় জল ও বিস্কুট ।

Advertisement

সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান ,” এই প্রচণ্ড দাবদাহে সমস্ত পথচলতি মানুষদের প্রাণে একটু আরাম দিতেই পুরো গ্রীষ্ম কাল জুড়েই নিয়মিতভাবে আমরা এই কর্মসূচী চালিয়ে যাচ্ছি।”

সুদূর কাটোয়া থেকে উপস্থিত ছিলেন পরিতোষ দাস এবং সবুজের অভিযান ফাউন্ডেশনের তরফে অনির্বাণ নন্দী। সংস্থার তরফে ছিলেন বর্ণালী দাস, চৈতালি ঘোষ, অর্পিতা আঢ্য সহ প্রমুখরা।

Advertisement