১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের প্রথম মাসিক সাহিত্য সভা।

নিজস্ব সংবাদদাতা :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর প্রথম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হলো নিজস্ব ভবনে।

 

Advertisement

শুরুতে পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি আগামী দিনের নানা কর্মসূচির কথা ঘোষণা করে সভা পরিচালনা করেন।

কবি, লেখক, সাহিত্যিক, গানের শিল্পীদের অনেকের উপস্তিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। বিশিষ্ট কবি, সাহিত্যিক দেবেশ ঠাকুর সূচনা করেন,৩৫ জন শিল্পী অংশ নেন, সহ সভাপতি নিতাই মুখার্জি, তাপস ভূষণ সেনগুপ্ত, সুজিত চক্রবর্তী, দুরন্ত নাগ, বিশ্বনাথ ধীবর অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন, কবিতা পাঠে অংশ নেন লক্ষণ দাস ঠাকুর, শুক্লা গাঙ্গুলী, তাপস ভূষণ সেনগুপ্ত, সন্দীপন গুপ্ত, সুধীর হাজরা, নমিতা রাউত, তপন জ্যোতি চৌধুরী, অশোক বর্মন, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, বেনজির নাজ, রমাকান্ত পাঁজা, প্রীতি বিশ্বাস, কাজল সাহা, সৌরেন ঘোষ, শুক্লা মজুমদার, শ্রবনি দাস, সবিতা চ্যাটার্জি, গান পরিবেশন করেন মণিদীপা মজুমদার, করবি ঘোষ, পম্পা ঘোষ, রুবি আজমী, সৌম মন্ডল, তন্দ্রা বসাক, সোমা ভট্টাচাৰ্য, মোসুমি সাহা,শুভ্রা সরকার,চন্দনা ব্যানার্জি, মোসুমী ঢালী, দেবদীপ ঘোষ, পূর্বা মন্ডল প্রমুখ।

Advertisement