১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভায় আসনে জিতেই তৃনমূলে যোগদান বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা :পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভায় আসনে জিতেই তৃনমূলে যোগদান বর্ধমানে

বামেদের দাবি চাপে পড়ে এই কাজ।

Advertisement

 

পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের কাঁকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাসদা ২৩ ভোটের সিপিএমের হয়ে জয় লাভ করে। এরপরই মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ করে। আর গননা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলের যোগদান করেছেন বলে জানান সংবাদ মাধ্যমকে।

Advertisement

 

 

Advertisement

 

তিনি এ প্রসঙ্গে বলেন আগে আমি তৃণমূলটাই করতাম কিছু রাগের কারণে সিপিএম এ যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান এমন বামেদের দাবি হলেও, দাবি মানতে চাইনি শাসক দল।

Advertisement

 

 

Advertisement

গীতা দেবী জানিয়েছেন, আদতে তৃণমূলী করতেন তিনি ফের দলে ফিরে গেছেন ।

Advertisement