১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

আজ বাঁকুড়া জেলার সাংস্কৃতিক মহলে আর এক নক্ষত্র পতন ঘটল

ইন্দ্রনীল মল্লিক :আজ বাঁকুড়া জেলার সাংস্কৃতিক মহলে আর এক নক্ষত্র পতন ঘটল

 

Advertisement

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ঘরানার সার্থক উত্তরসূরি, বর্তমান প্রজন্মের কাছে শুধু বিষ্ণুপুর ঘরানা কে চিনিয়ে রাগ সঙ্গীতে তারই সৃষ্টি করা রামকৃষ্ণ সঙ্গীত মহাবিদ্যালয়কে যিনি শুধু বাঁকুড়া জেলার কাছে নয়, জেলার সীমানা ছাড়িয়ে তাঁর প্রিয় ও স্নেহের শিক্ষার্থীদের মাধ্যমে দেশ, দেশের বাইরে আন্তর্জাতিক মাত্রায় অনন্যতায় সেরার সেরা সৃষ্টি করেছেন তিনি, উনি আর কেউ নন উনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় আচার্য ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়।

বাংলা খেয়াল এ তাঁর অবদান এক কথায় কালোত্তীর্ণ।

Advertisement

 

 

Advertisement

 

সঙ্গীতে এই শীর্ষে পৌঁছেই যিনি সাধকের মত সাধনায় ব্রতী ছিলেন তিনি আজ সকাল ৬ ঘটিকায় দীর্ঘ রোগভোগের পর বাঁকুড়া সেবা নিকেতনে চিরকালের জন্য সুরলোকে চলে গেলেন।

Advertisement

 

 

Advertisement

 

খুব অল্পদিন হলেও ওনার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ পেয়েছিলাম।

Advertisement

ওনার প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ওনার শ্রীচরণে আমার সহস্রকোটী ভক্তীপূর্ণ প্রণাম ও তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি পরম পিতার কাছে।

ওনার পরিবার পরিজনের প্রতিও রইল আন্তরিক সহানুভূতি।

Advertisement

 

জন্মঃ ১৫ ই বৈশাখ

Advertisement

মৃত্যুঃ ৩ রা জ্যৈষ্ঠ ১৪৩০ বৃহস্পতিবার

মৃত্যুকালীন বয়স,আনুমানিক ৯৩ বৎসর।

Advertisement