১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মদিবস

নিজস্ব সংবাদদাতা :আজ বর্ধমান সাহিত্য পরিষদ ভবন খোস বাগান এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয় রাজা রাম মোহন রায়ের ২৫০ তম জন্ম দিবস বর্ষে রাম মোহন রায়ের জীবনী নিয়ে মনোজ্ঞ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইজীবী মুরারি মোহন কুমার, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট অধ্যাপক বিশ্ব ভারতীর বিশ্বজিৎ রায়, অন্যতম বক্তা কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর, অধ্যাপক সুকান্ত সেন।সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি সঞ্চালনায় ছিলেন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

এই দিন বর্ধমানের বিশিষ্ট উদ্যোগ পতি সমাজসেবী প্রবীর মুখার্জি কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়, শেষে সঙ্গীত ও আবৃতি পরিবেশন করা হয়, অংশ নেন অনামিকা কোনার , সোমা ভট্টাচার্য, শুভ্রা সরকার, লাবন্য নন্দী, রুমা গুহ, চন্দনা সরকার, করবি ঘোষ, তাপস ভূষণ সেনগুপ্ত , সাংবাদিক উদিত সিংহ প্রমুখ, অনুষ্ঠান পরিচালনা তে ছিলেন অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, প্রদীপ ব্যানার্জি, নিতাই মুখার্জি, শুক্লা গাঙ্গুলি, মিতা মণ্ডল, সুজিত চক্রবর্তী, দুরন্ত নাগ, যমুনা চ্যাটার্জি।

Advertisement