১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

১৭০ লিটার চোলাই মদ সহ ৬ জন কে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ

বিষাক্ত চোলাই মদে প্রতি বছর মারা যান প্রচুর মানুষ। তাই সরকারি নির্দেশিকা অনুযায়ী চোলাই মদ তৈরি করা যাবে না এবং বাজারে বিক্রি করা যাবে না।

সেই নির্দেশ অনুসারে প্রতিনিয়তই পুলিশ প্রশাসন চোলাই মদ কারবারি এবং প্রস্তুতকারীদের ধরার জন্য প্রতিনিয়তঃ চেষ্টা করে। গতকাল রাত্রে এবং আজ ভোরবেলায় দুই জায়গায় অভিযান চালিয়ে ১৭০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করলো খণ্ডঘোষ থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায় খণ্ডঘোষ থানার অন্তর্গত মেটেডাঙ্গা এলাকায় আজ ভোর বেলায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার তৎসহ গতকাল গভীর রাত্রে লোদনা বাসটপেজ মোড় সংলগ্ন এলাকা থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। দুই এলাকা থেকে মোট ৬ জন ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়।

ধৃত ৬ ব্যক্তির নাম সঞ্জয় মন্ডল, বলাই মাঝি, লক্ষণ মাঝি, অশোক মাঝি, রাজু রায় ও গোপাল রায়। ধৃত ওই ৬ ব্যক্তি কে আজ বর্ধমান আদালতে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে আরও বলা হয় প্রতিনিয়ত খণ্ডঘোষ থানার বিভিন্ন এলাকায় চোলাই প্রস্তুতকারী এবং চোলাই কারবারিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় রেড করা হবে।

Advertisement