১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্রয়াত জননেতা সুনীল দাসের ২২ তম মৃত্যুবার্ষিকী পালন

মনজিত বসু :প্রবীণ গান্ধীবাদী নেতা বিশিষ্ট সমাজসেবী আইনজীবী বর্ধমান পৌরসভার বিরোধী দলনেতা সুনীলদাসের 22 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হলো সুনীল দাস সরণিতে। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। পাশাপাশি এদিন প্রয়াত নেতার স্মৃতিচারণা করেন বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা উজ্জল প্রামাণিক, শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিহারেন্দু আদিত্য, বিশিষ্ট তৃণমূল নেতা জয়দেব মুখার্জি, ইন্তেখাব আলাম, নাড়ু ভগৎ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস। এদিনের সভা প্রসঙ্গে প্রয়াত নেতার পুত্র প্রসেনজিৎ দাস বলেন, দক্ষিণপন্থী রাজনীতিতে সুনীল দাস একটা নাম, একটা আদর্শ। সিপিএমের বহু অত্যাচারেও সেই আদর্শ কখনো বিচ্যুত হয় নি। এই স্মরণ সভার উদ্দেশ্য, তার দেখানো পথকে অনুসরণ করে যাতে সবাই একসঙ্গে লড়তে পারি তার শপথ নেওয়া।’

Advertisement