১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কিশোরীকে উদ্ধার করল রেল পুলিশ

নিজস্ব সংবাদদাতা :বাড়ি থেকে পালিয়ে আসা এক কিশোরীকে উদ্ধার করলো বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

গত ১৮ এপ্রিল রেল সুরক্ষা বাহিনীর লেডি সাব ইন্সপেক্টর আলপনা কুমারী, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সী কে সোয়াইন, লেডি কনস্টেবল এম মন্ডল ও এম আমানি বাঁকুড়া স্টেশন যখন তাদের দৈনিক তদারকি করছিল তখন তারা লক্ষ্য করে, এক নম্বর প্লাটফর্মে একটি মেয়ে দিকভ্রান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে, সন্দেহ হওয়ায় তারা তৎক্ষণাৎ মেয়েটির কাছে পৌঁছায় এবং তার পরিচয় জানতে চায়

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

মেয়েটি জানায় তার নাম রিয়া বাউরী বয়স ১৬ বছর বাড়ি বাঁকুড়া ছাতনার কমলাপুরে। রিয়া নামের ওই মেয়েটি জানায় যে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মেয়েটির কথা দায়িত্বপ্রাপ্ত ওই রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা তাকে উদ্ধার করে রেল সুরক্ষা বাহিনীর আউটপোস্ট এ নিয়ে যায়। পরে সুরক্ষা বাহিনীর মহিলা পুলিশের পর্যবেক্ষণে তাকে রাখা হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

স্টেশন চত্বরে ভুলবসতো চলে আসা এইসব কিশোরীদের জন্য সুরক্ষা বাহিনী মেরি সহেলি বলে একটি কর্মসূচি চালু করেছে। সেই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হারিয়ে যাওয়া মেয়েকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া। এক্ষেত্রেও মেয়েটির কাছে তার বাড়ির ফোন নাম্বার চাওয়া হয়। সেটা দিতে না পারায় জুভেনাইল জাস্টিস থানায় আরপিএফ পোস্টে ডাইরি করা হয় এবং পরবর্তীকালে স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হয়।

Advertisement

 

 

Advertisement

 

পরে রেল সুরক্ষা বাহিনী অপর একটি কর্মসূচি নানহে ফারিস্তের নিয়ম অনুযায়ী চাইল্ড লাইনের আধিকারিকরা এলে মেয়েটির শারীরিক পরীক্ষা করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ও‌ যাবতীয় আইন কানুন মেনে মেয়েটিকে তাদের হাতে তুলে দেয়া হয়।

Advertisement