১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

আদিবাসী কুড়মি সমাজ খাতড়া ব্লক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি

তন্ময় চৌধুরী :আদিবাসী কুড়মি সমাজ খাতড়া ব্লক কমিটির পক্ষ থেকে কুড়মালী ভাষায় পঠন পাঠনের দাবিতে স্মারকলিপি দেওয়া হল খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

শুক্রবার দুপুরে ওই ডেপুটেশন দেওয়া হয়। ওই সংগঠনের দাবি, ২০১৮সালে রাজ্য সরকার কুড়মালি ভাষাকে দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতি দিয়েছে। পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। আগামী শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় ছ মাসের সার্টিফিকেট কোর্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স চালু হবে।এদিন খাতড়া ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রী সহ আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব ডেপুটেশনের মাধ্যমে কুড়মালি ভাষায় অনার্স ও পাস কোর্স চালুর দাবি রাখেন। ডেপুটেশনের পর কলেজ কর্তৃপক্ষ কুড়মালি ভাষায় পঠন পাঠনের জন্য যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আদিবাসী কুড়মি সমাজের যুগ্ম- সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাত, বাঁকুড়া জেলা সভাপতি ফুলচাঁদ মাহাতো, রাজ্য কমিটির সদস্য লক্ষীকান্ত মাহাত , খাতড়া ব্লক কমিটির সভাপতি সুশান্ত মাহাত , খাতড়া ব্লক কমিটির সম্পাদক কৃষ্ণপদ মাহাত সহ অন্যেরা।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এদিন ওই একই দাবিতে আদিবাসী কুড়মি সমাজের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে খাতড়ার এসডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

এবিষয়ে খাতড়ার এসডিও মৈত্রী চক্রবর্তী জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।

Advertisement