১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

হাতির হামলায় বিক্ষোভ গ্রামবাসীদের

পাপিয়া বারুই :হাতির উপদ্রপে অতিষ্ঠ গ্রামবাসী, পথ অবরোধ বিক্ষোভ।

 

Advertisement

আজ বাঁকুড়া সোনামুখী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বেলিয়াতোড় থানার বাঁদর কোন্দা গ্রামের বাসিন্দারা।

 

Advertisement

তাদের অভিযোগ এলাকায় কুড়ি পঁচিশ বছর ধরে হাতির উপদেশ রয়েছে আবার এখন তিন চার দিন ধরে হাতিতে চাষবাস ক্ষতি করে দিচ্ছে, গতকাল রাত্রে আটটি হাতির একটা দল ‌একাধিক ধান জমি নষ্ট করেছে হাতিতে।

 

Advertisement

এই দিন বেশ কিছুক্ষণ ধরেই রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে তারা পরে বেলিয়াতোড় থানার পুলিশ এসে সেই রাস্তা অবরোধ তুলে দেয়।

 

Advertisement

গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই গ্রাম থেকে হাতি গুলি সরাতে হবে এবং তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।

এ বিষয়ে বনদপ্তরের সূত্রে জানা গেছে চাষীদের ক্ষতিপূরণ নিয়ম মত দেওয়া হবে হাতিগুলোকে সরাবার ব্যবস্থা হচ্ছে।

Advertisement