১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী

পাপিয়া বারুই, বাঁকুড়া : তীব্র গরমের মধ্যেই ১০০ ফুট লম্বা দলীয় পতাকা মাথায় নিয়ে নমিনেশন করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী। এ যেন এক শক্তি প্রদর্শনের লড়াই। গত কয়েকদিন আগেই ঢাকঢোল পিটিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে লোকসভা ভোটের নমিনেশন করেছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সে মতো আজ শুক্রবারও দেখাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ঢাকীদের নিয়ে এসে বিশেষ শুভ যাত্রার মাধ্যমে দুই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নমিনেশন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর পরনে ছিল বাঙালি আনার সাজ ধুতি পাঞ্জাবি। অরূপ বাবুর কথায় বাঁকুড়ার মানুষ আজ রায় দিয়ে দিয়েছে। সুভাষ বাবুর বিশ্রাম নেওয়ার সময় এসেছে। জিতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন রাখেন আজকে এই জনজোয়ার কি বলছে? পাশাপাশি বলেন দলের সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করছেন।

 

Advertisement

 

 

Advertisement

 

অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল বলেন মমতা ব্যানার্জির উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার বইবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতছে জোড়া ফুল ফুটছে।

Advertisement