১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রার্থীর প্রচারে অসমের মন্ত্রী

নূতন ভোরের প্রতিবেদন : বর্ধমান দুর্গাপুর লোকসভার এখনো পর্যন্ত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি,তার মাঝেই অতি সাধারণ নিরাপত্তায় বর্ধমান দুর্গাপুর লোকসভার অধীন রায়ান গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি জায়গায় বিজেপির সমর্থনে প্রচারে ঝড় তুলে দিয়ে গেলেন আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য ও নাগরিক সরবরাহ এবং আইন ও বিচারমন্ত্রী রঞ্জিত কুমার দাস।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

আসাম রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রী এদিন অবলীলায় সাধারণ মানুষের সঙ্গে মিশলেন, কথা বললেন। সঙ্গে মাত্র একজন সিকিউরিটি। আর তা নিয়েই এদিন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। খোদ বাংলার ছোট বড় মন্ত্রীরা যখন আধা সামরিক বাহিনী থেকে রাজ্য পুলিশের ঘেরাটোপে যাতায়াত করেন, সেখানে রঞ্জিত কুমার দাসের এই অতি সাধারণ আচরণ এদিন রীতিমত নজর কেড়েছে সাধারণ মানুষের কাছে। এদিন রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, এখনও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও মানুষ বিজেপিকে ভোট দেবে, মোদিজীকে দেখে ভোট দেবে। তাঁর দাবী, গতবারের তুলনায় এবার আরও প্রায় ১০ শতাংশ ভোট বেশি পাবে বিজেপি। উল্লেখ্য, এদিন সকালে আসামের এই মন্ত্রীকে নিয়ে রায়ান গ্রাম পঞ্চায়েতের নাড়ীগ্রামে কৃষক সম্পর্ক অভিযান করা হয়। এরপর রায়ান গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান করা হয়।

Advertisement