১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস, সাহিত্য পরিষদের

নিজস্ব সংবাদদাতা :আজকে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে স্বামী বিবেকানন্দ র ১৬২তম জন্মদিবস মর্যাদার সাথে পালন করা হয় নিজস্ব ভবনে |

 

Advertisement

 

 

Advertisement

 

অনুষ্ঠানের সূচনা করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, অধ্যাপক সুজিৎ চট্ট পাধ্যায় ও অনন্ত মন্ডলের সুচারু সঞ্চালনায় সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, সংগীতে অংশ নেন সমাপ্তিকা মন্ডল, শুক্লা গাঙ্গুলী, দেবনাথ মুখার্জি, মিতা মন্ডল, সুজাতা দাস, পম্পা ঘোষ, প্রতিকৃতি তে মাল্যদান করেন উপস্থিত সকলে, জীবনী নিয়ে মনোগ্রাহী আলোচনা করেন, অধ্যাপক সুকান্ত সেন, সুজিৎ চট্ট পাধ্যায়, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী, সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, নিতাই মুখার্জি, শিক্ষাবিদ মানব সরকার, দেবনাথ মুখার্জি, সমাজসেবী সঞ্জয় মন্ডল, কবিতা পাঠে অংশ নেন অরুন শিকদার, লক্ষণ দাস ঠাকুরা, তাপস ভূষণ সেন গুপ্ত, অশোক বর্মন, সুজাতা দাস, পার্থ সারথি মন্ডল, অভিজিৎ ভট্টাচাৰ্য, সুষমা মিত্র, প্রীতি বিশ্বাস, একক সংগীত পরিবেশন করেন মনোমালা সৎপতি, পম্পা ঘোষ, সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলে, সংগীত, কবিতা, জীবনী নিয়ে স্মৃতি চারণার মধ্যে দিয়ে বীর সন্যাসী স্বামী বিবেকানন্দ কে শ্রদ্ধা জানানো হয় এক মনোগ্রাহী অনুষ্ঠানের মধ্যে।

Advertisement