১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের স্বাধীনতা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ মর্যাদার সাথে পালন করে ৭৭তম স্বাধীনতা দিবস।

সকাল দশটা তে নিজস্ব ভবনেজাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সদস্যা সুষমা মিত্র |

Advertisement

 

 

Advertisement

 

স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কার্যকরী সভাপতি কবি, সাহিত্যিক দেবেশ ঠাকুর, সম্পাদক সমাজসেবী কাশী নাথ গাঙ্গুলী, সহ সভাপতি নিতাই মুখার্জি, নিখিল চক্রবর্তী, সহ সৌম পাল, সমাপ্তিকা মন্ডল, পঞ্চানন মুখার্জি, সৌরেন ঘোষ, সংগীত পরিবেশন ও কবিতা পাঠ করেন লিলি দাস, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, রুবি আজমী, পম্পা ঘোষ, মিতা মন্ডল, সবিতা চট্টপাধ্যায়, মনমালা সতপতি, সায়ন্তি হাজরা, রুমা গুহ, তারা সরকার, গার্গী মন্ডল, স্মৃতি কণা রায়, যমুনা চ্যাটার্জি, মানসী মিত্র, মৌসুমী সাহা, বেনজির নাজ, রিঙ্কু দে, শুভ্রা সরকার, কল্পনা রায়, সোমা ভট্টাচাৰ্য, প্রান্তিকা মিদ্যা, চন্দনা সরকার প্রমুখ, দেশ ভক্তিমূলক গান সমবেত ভাবে পরিবেশন করা হয়, দুই ঘন্টা ধরে মনোরম অনুষ্ঠান পালিত হয়, সমর্গ অনুষ্ঠান টি সুচারু ভাবে সঞ্চালনা করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী।

Advertisement