১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পথ নিরাপত্তা প্রচার সারেঙ্গায়

সঞ্জয় ঘটক :বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার ব্যাবস্থাপনায় পথ নিরাপত্তা নিয়ে পথ চলতি মানুষজন ও পথ চলতি মোটর চালিত গাড়ীকে পথ নিরাপত্তার কথা তুলে ধরা হলো আজ সারেঙ্গায়।

শীতের মরসুমে ঘন কুয়াশায় জেরে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে রাস্তা ঘাট, এই সময় রাস্তায় দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ নিলো সারেঙ্গা থানার পুলিশ আধিকারীক থেকে পুলিশ কর্মীরা ।এই দিন সারেঙ্গা থানা থেকে ফেস্টুন,প্লেকার্ড নিয়ে সারেঙ্গা বাজার পরিক্রমা করেন সারেঙ্গা থানার পুলিশ । পুলিশ আধিকারিকের কথায়, মোটর সাইকেল চালালে অবশ্যই হেলমেট ব্যাবহার করবেন,চারচাকা চালানোর সময় অবশ্যই সিটবেল্ট ব্যাবহার করবেন,গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখবেন,গাড়ি চালাবার সময় মোবাইল ফোনে কথা বলবেন না এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না ।রাস্তায় দুর্ঘটনা কমাতেই এই উদ্যোগ।

Advertisement

সেভ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ পথ নিরাপত্তা কর্মসূচি চলতেই থাকবে এমনটাই জানিয়েছেন সারেঙ্গা থানার আই ,সি সুজিত ভট্টাচার্য্য ।

Advertisement