১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস বঙ্গীয় সাহিত্য পরিষদের

নিজস্ব সংবাদদাতা :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে নিজস্ব ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম তম জন্মদিবস মর্যাদার সাথে পালন করা হয়, প্রথমে প্রত্রিকৃতিতে মাল্যদান করা হয়,

 

Advertisement

 

 

Advertisement

 

জীবনী নিয়ে আলোচনা করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সাংবাদিক উদিত সিংহ, অপূর্ব দাস, সহসভা পতি নিতাই মুখার্জি, আইনজীবী উদয় চন্দ্র কোনার, সংগীত ও কবিতা পাঠে অংশ নেন, তাপস ভূষণ সেনগুপ্ত, সব্যসাচী কোনার, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, রুবি আজমী, বেনজির নাজ, সবিতা চ্যাটার্জি, মিলি সান্যাল, শুভ্রা সরকার, বিশ্বনাথ ধীবর, স্মৃতি কণা রায়, প্রমুখ।

Advertisement