১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

আরপিএফ এর পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হল মোবাইল

নিজস্ব সংবাদদাতা :গত 25 ডিসেম্বর সন্ধ্যা ছটার সময় বাঁকুড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্মে যখন স্বাভাবিক পরিদর্শন করছিলেন বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী ডিউটি অফিসার এস কুমার তখন তার নজরে আসে স্টেশনের একটি বেঞ্চ এর মধ্যে কালো রঙের দামি মোবাইল ফোন পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ও তার সহযোগী সিএম মন্ডল স্টেশন উপস্থিত থাকা যাত্রীদের কাছে জানতে চান মোবাইলটি কারুর কিনা। কালু কাছে সঠিক তথ্য না পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীকুমার বিষয়টি স্টেশনে আরপিএফ পোস্টে জানান ও সেখানে মোবাইলটি জমা করেন। জমা করার কিছুক্ষণ পরই এক ব্যক্তি ওই ফোনটাতে ফোন করে তিনি তার পরিচয় দেন সঞ্জয় দে বলে এবং জানান মোবাইলটি তার বাবার এবং তার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়বোনিতে। পোষ্টের দায়িত্ব থাকা অফিসার তাকে যথাযোগ্য প্রমাণ নিয়ে এসে মোবাইলটা নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরের দিন অর্থাৎ 26 ডিসেম্বর সঞ্জয়বাবু বাঁকুড়া ষ্টেশনে আসে এবং প্রমাণ দিয়ে আরপিএফ পোস্ট থেকে ফোনটা নিয়ে যান। প্রায় 2000 টাকার মূল্যের এই ফোনটি হাতে পেয়ে খুশি সঞ্জয় বাবু জানান,’ ফোনটি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম অনেক ধন্যবাদ আরপিএফ আধিকারিকদের।’

Advertisement