১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহিত্য সভা

নিজস্ব সংবাদদাতা :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে মাসিক প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয় নিজস্ব ভবনে |

 

Advertisement

 

 

Advertisement

 

আজকের সাহিত্য বিষয়ে আলোচনার বিষয় থাকে দ্বি শত বর্ষে কবি, নাট্যকার মাইকেল মধু সুধন দত্ত, কবিতা, স্মৃতি চারণা ও গানের মধ্যে দিয়ে কবি কে শ্রদ্ধা জানানো হয়, বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাত টা পর্যন্ত অনুষ্ঠান চলে, প্রথমে বিশিষ্ট সংগীত শিল্পী লিলি দাস সংগীতের মধ্যে শ্রদ্ধা জানানোর পরে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলির সুচারু সঞ্চালনায় বিশিষ্ট কবি ও নাট্যকার দেবেশ ঠাকুর মধু কবির জীবনী নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন, স্মৃতি চারণা করেন কাশী নাথ গাঙ্গুলী, সাহিত্য গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য, নিতাই মুখার্জি, সঞ্জয় মন্ডল, কবিতা পাঠে অংশ নেন, তাপস ভূষণ সেনগুপ্ত, কবি পার্থ সারথি চৌধুরী, লক্ষণ দাস ঠাকুরা, সুধীর হাজরা, বরুন মজুমদার, মন্দিরা মুখার্জি, কাজল সাহা, প্রীতিলতা ব্যানার্জী, শুক্লা গাঙ্গুলী, ডক্টর, অভিজিৎ ভট্টাচাৰ্য, রথীন পার্থ মন্ডল, সায়ন্তি হাজরা, সুনন্দা ভট্টাচাৰ্য, বিশ্বনাথ ধীবর, সংগীতে অংশ নেন লিলি দাস, রত্না সরকার, স্মৃতি কণা রায়, শুভ্রা সরকার, মিলি সান্যাল, মৌসুমী সাহা, পূর্বাশা ভান্ডারী দত্ত,কবি, লেখক, সাহিত্যিকও সংগীত শিল্পীদের অনেকের উপস্তিতি তে আজকের অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

Advertisement