১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রায়পুরের রূপকার স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :রায়পুরের রূপকার স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস মহাশয় এর নবনির্মিত আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচন হলো রাইপুর থানা গোড়াতে।
প্রথমে বৈদিক মন্ত্র উচ্চারণ অভিষেকের মধ্য দিয়ে মূর্তি উন্মোচন করা হয়। তারপর মাল্যদান। রমেশ চন্দ্র বিশ্বাস এর স্মৃতিচারণায় একটি স্মরণিকা পত্রিকা প্রকাশিত হল যাতে প্রায় ৪০ জন অনুরাগীদের লেখা আছে ।

 

Advertisement

 

তারপর মঞ্চে বিশিষ্ট অতিথিদের বক্তব্যের পর রমেশ বাবুর সহকর্মী ও অনুগামীদের স্মৃতিচারণা মাধ্যমে অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মাননীয় জগবন্ধু মাহাতো ও সভাপতি মাননীয় শক্তি কুমার বিশ্বাস বলেন আজকে ছাব্বিশে জুন ৪৬ বছর আগে এই দিন রমেশ বাবুর উদ্যোগে দক্ষিণ বাঁকুড়ার সাথে ঝাড়গ্রাম ও বাঁকুড়া যোগাযোগের যে মূল ব্রিজ গোবিন্দপ্রসাদ সিং সেতুটি নির্মিত এবং স্থাপিত হয়েছিল তার স্মৃতি এবং অন্যান্য কর্মকাণ্ডের স্মৃতিচারণা এবং এলাকাবাসীর সামনে তুলে ধরার জন্য মূর্তি স্থাপন করা হলো এবং পরবর্তীকালে স্মৃতির উদ্দেশ্যে গঠিত কমিটি জন্ম দিবস পালনের মাধ্যমে ওনাকে স্মরণ করবে ।
মূর্তি উন্মোচন করলেন পরম পূজনীয় স্বামী তদ্বোধানন্দজী মহারাজ।

Advertisement

 

 

Advertisement

উপস্থিত ছিলেন
শ্রীকান্ত মাহাত
মন্ত্রী, প ব সরকার,
মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু
সভাধিপতি ,বাঁকুড়া,রমেশ বাবুর সহধর্মিণী বেলারানী বিশ্বাস,অনিমেষ ভট্টাচর্য্য,অধ্যাপিকা অঞ্জনা মাহাত,সুলেখা মাহাত
সভাপতি, রাইপুর,ডা.অরুণ ভট্টাচার্য,সুবোধ মহান্তী,ধরমদাস মান্ডি,
জগবন্ধু মাহাতো,সম্পাদক ,শক্তি কুমার বিশ্বাস
সভাপতি,স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি,প্রধান, উপপ্রধান,সঞ্চালক হিসেবে শিক্ষক রাধামাধব মুখার্জী।

Advertisement