১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জয় জোহার মেলা

সঞ্জয় ঘটক :আজ জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মিশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহর মেলা । পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারেঙ্গা ব্লক প্রশাসন ও সারেঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই মেলা । অনুষ্ঠান উদ্বোধন এর আগে সারেঙ্গা ট্রেকার স্ট্যান্ডে বীর সিধু ও কানুহু মর্মর মূর্তিতে মাল্যদান করার পর মূল মঞ্চে মেলা কমিটির তরফ থেকে অথিতিদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে মেলার শুভ সূচনা করা হয় । এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুরমু,সারেঙ্গার বিডিও ফাহিম আলোম, পঞ্চায়েত সমিতির সভানেত্রী আল্পনা লোহার,সহ সভাপতি শেখর রাউত,সারেঙ্গা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ বারুই, বন আধিকারিক, পশ্চিম বঙ্গের শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ । এই মেলা চলবে ১ লা ফেব্রুয়ারি ২০২২ থেকে ৩ রা ফেব্রুয়ারি পযন্ত । এই মেলায় মুখ্য আকর্ষণ আদিবাসী মানুষদের নিজেস্ব নাচ,গান,শিল্প ও সংস্কৃতি প্রচার, প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান । মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পয্যন্ত । এই মেলায় আটটি স্টলে রয়েছে যেমন প্রাণী সম্পদ বিভাগ,বন বিভাগ,পুলিশ সহায়তা কেন্দ্র, কৃষি দপ্তর, সাস্থ দপ্তর, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ,সি,এন, জি, এস,ল্যাম্পস ।মূল মঞ্চ থেকে বেশকিছু জন ব্যাক্তির হাতে মুরগি, ছাত্রীদের হাতে স্বাস্থ কিট এবং শিক্ষাশ্রী সার্টিফিকেট প্রদান করা হয় ।

Advertisement