৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভারত বনাম নিউজিল্যান্ড: ভার্চুয়াল সেমিফাইনালে মুখোমুখি দুই শক্তিধর দেশ

মরুপ্রদেশের টি-টোয়েন্টি মহারনে ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ কিউয়ি বাহিনী। নামে গ্রুপ ম্যাচ হলেও এটাকেই ভার্চুয়াল সেমিফাইনাল বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, পাকিস্তানের পর এই ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালের টিকিট।

রুদ্ধশ্বাস এই ম্যাচের আগে আরও একবার স্ট্র‍্যাটেজি ঝালিয়ে নিচ্ছে দুই পক্ষ। বেশী করে ট্রেনিং সেশনে গুরুত্ব দিয়েছে ভারত। কেন উইলিয়ামসনদের (Kane Williamson) বিরুদ্ধে কীভাবে জয় ছিনিয়ে নিতে হয় তা ভালো করেই জানা রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)।

Advertisement

তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের মতো এই ম্যাচে শুরুতেই উইকেট হারাতে চাইবে না ভারত৷ তবে প্রতিপক্ষ ট্রেন বোল্টে (Trent Bolt), মিচেল স্যান্টনারদের (Mitchel Santner) দুরন্ত বোলিংয়ের কাছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং কে এল রাহুলরা (KL Rahul) কতক্ষণ টিকতে পারবে তা দেখার রয়েছে। শুরুতে একটি উইকেট হারানো মানেই আক্রমণ আরও বাড়াবে কিউয়ি বোলাররা৷

পাল্টা বুমরাহদের বিরুদ্ধে ড্রেল মিচেল অথবা জেমস নিশামরা কতক্ষণ টিকতে পারে সেটাও দেখার রয়েছে। পুরানো দলের মতো ডেথ ওভারে খেলার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও নেই।

Advertisement

ভারতের পজিটিভ সাইন হতে পারেন হার্দিক পাণ্ডেয়া। প্র‍্যাক্টিস সেশনে ২০ মিনিট বল করতে দেখা গিয়েছে হার্দিককে। কিন্তু সেই গতিবেগের সঙ্গে পিচ কাঁপাতে পারবেন হার্দিক? প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ, হার্দিক দিয়ে ২ থেকে ৩ ওভার বল করাতে পারলেই ডেথ ওভারে বুমরাহকে ব্যবহার করতে সুবিধা হবে বিরাটের।

ভারতঃ রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পাণ্ডেয়া, রবীন্দ্র জাডেজা, শারদুল ঠাকুর, মহম্মদ শামি, জশপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী

Advertisement

নিউজিল্যান্ডঃ মার্টিন গুপটিল, ডেরেল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, টিম শেফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউথি, ইশ সোদি, ট্রেন্ট বোল্ট

Advertisement