১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য সভা

নিজস্ব সংবাদদাতা :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর মাসিক প্রথম সাহিত্য সভা অনুস্থিত হলো নিজস্ব ভবনে, বিকাল সাড়ে চার টা থেকে সাড়ে সাত টা পর্যন্ত অনুষ্ঠান চলে, গান, গল্প পাঠ, কবিতা পাঠ সহ চলার পথে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন, সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি প্রথমে সামনের দিনের নানা কর্মসূচি ঘোষণা করেন, তিনি নিজের লেখা গল্প পাঠ করেন, কবিতা পাঠে অংশ নেন শেখ হাফিজুল ইসলাম, সন্দীপন গুপ্ত, তাপস ভূষণ সেনগুপ্ত, সুধীর কুমার হাজরা, শুক্লা গাঙ্গুলি, মন্দিরা মুখার্জি, কাজল সাহা, প্রীতি বিশ্বাস, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায় এর সঞ্চলানয় সংগীত পরিবেশন করেন পম্পা ঘোষ, ডলি হোসেন, শিলা ভট্টাচাৰ্য, স্মৃতি কোনারায়, মিলি সান্যাল, চলার পথে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন অধ্যাপক সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, সাংবাদিক উদিত সিংহ, দুরন্ত নাগ, সব শেষে সহ সভাপতি নিতাই মুখার্জি ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ হয়, প্রচন্ড ঠান্ডার মধ্য ও কবি, লেখক, সাহিত্যিক, গানের শিল্পীদের অনেকের উপস্তিতি তে মিলন মেলায় পরিণত হয়।

Advertisement