১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্যায়রা নিউট্রেসন ওয়েলফেয়ারের ঈদের কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :পবিত্র রমজান মাস পেরিয়ে আসতে চলেছে খুশির ঈদ। এই খুশি সকলের সাথে ভাগ করে নেবার জন্য বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমানের গোলাহাট, মিরছোবা, ছোটনীলপুর পীরতলা এলাকায় বিভিন্ন দুঃস্থ মুসলিম মানুষের হাতে তুলে দিলো ঈদের উপহার।

 

Advertisement

 

 

Advertisement

দেওয়া হল নতুন বস্ত্র এবং সীমাই ও লাচ্চার প্যাকেট। উপহার পেয়ে খুশিতে ফেটে পড়েন প্রান্তিক মানুষগুলি।

 

Advertisement

 

 

Advertisement

শেখ শরীফ বলেন শারীরিক প্রতিবন্ধকতার জন্য উনি কোন কাজ করতে পারেন না। কিন্তু সোসাইটি ওনার কথা ভাবায় উনি আপ্লুত।

 

Advertisement

 

 

Advertisement

 

সোসাইটির তরফে উপস্থিত ছিলেন অর্পিতা আঢ্য, শ্রাবন্তী সাহা, জয়ী সাহা, ইতি পোড়েল, দ্যুতি কোনার, মনীষা মন্ডল প্রমুখ। সোসাইটির সম্পাদক বলেন মোট ৫০ জন দু:স্থ মানুষের হাতে উপহার তুলে দেওয়া হল এবং সারা বছর এভাবেই ওনারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন।

Advertisement