১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব সাহিত্য বই প্রকাশ

মান্টি ব্যানার্জি :আজ বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে বহু বছর পর নিজস্ব সাহিত্য বই সাহিত্য পত্র প্রকাশ করা হয়। সংগঠন এর সভাপতি বিশিষ্ট আইনজীবী মুরারি মোহন কুমার সভাপতিত্ব করেন।

 

Advertisement

 

 

Advertisement

 

উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ এর প্রকাশনা বিভাগ এর অধ্যক্ষ অধ্যাপক রমেন সর, সাহিত্য পরিষদ এর সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী স্বাগত ভাষণ দেন, অধ্যাপক সুজিত চট্টপাধ্যায়, নিতাই মুখার্জি, ইউ,আই,

Advertisement

টি, প্রিন্সিপাল অভিজিৎ মিত্র, ডক্টর আবির গুহ, গবেষক সঞ্জীব চক্রবর্তী, বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, প্রদীপ ব্যানার্জি, আইনজীবী সঞ্জয় ঘোষ, কল্লোল চৌধুরী, সুজিত চক্রবর্তী, সাংবাদিক উদিত সিংহ, দুরন্ত নাগ, অপূর্ব দাস।

সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক অনন্ত মন্ডল, সঞ্চালনা করেন, গান ও কবিতায় অংশ নেন পম্পা ঘোষ, শুক্লা গাঙ্গুলী, লিলি দাস, শুভ্রা সরকার, করবি ঘোষ, মিলি সান্যাল, মন্দিরা মুখার্জি, সমাপ্তিকা মন্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত, রমাকান্ত পাঁজা, সন্দীপন গুপ্ত প্রমুখ।অধ্যাপক রমেন সর সাহিত্য পরিষদ এর কাজের প্রশংশা করে বলেন, বর্ধমান সাহিত্য পরিষদ এই ভাবে এগিয়ে চলুক, বঙ্গীয় সাহিত্য পরিষদ পাশে থাকবে, বর্ধমান এর সাহিত্য চর্চায় বর্ধমান সাহিত্য পরিষদ উল্লেখ যোগ্য ভূমিকা পালন করে চলেছে।

Advertisement