১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পথ কুকুরকে উদ্ধার করলো একপশুপ্রেমী।

সঞ্জয় মন্ডল:-মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক পথ কুকুর। বর্ধমানের ভাতার ব্লকের কালুতক গ্রামে একটি পথ কুকুর তিন ইঞ্চি মোটা প্লাস্টিকের পাইপের ভিতরে ঢুকে যায়, কোনো কারণ বশত,আনুমানিক ১ ফুটের মতো ভেতরে ঢুকে যায় ওই কুকুরটি। ওই আবলা প্রাণীটা খুবই কষ্টে ছটফট করতে থাকে পাইপের ভিতর,স্থানীয় মানুষজন ওই কুকুরটির কষ্ট দেখে পাইপ থেকে বার করার চেষ্টা করে।কিন্তু অনেক চেষ্টা করেও কুকুরটিকে উদ্ধার করতে না পারায় অবশেষে ভাতার ব্লকের মুরাতিপূরের পশুপ্রেমী আমির সেখকে খবর দেয় ,আমির সেখ খবর পাওয়া মাত্রই উদ্ধার কার্যের সমস্ত সরঞ্জাম নিয়ে তড়িঘড়ি ছুটে যায় ওই গ্রামে এবং অবলা প্রাণীটাকে উদ্ধার করবার কাজ শুরু করেন,পথ কুকুর টিকে সম্পূর্ণ অক্ষত রেখে পিছন দিকটা বেঁধে পাইপটিকে কাটার এবং ব্লেডের সাহায্যে কেটে পথ কুকুরটিকে উদ্ধার করেন,অনেক্ষন চেষ্টার পর পথ কুকুরটি মুক্ত হয়।

 

Advertisement

 

 

Advertisement

পাইপের ভেতরে প্রাণীটা চুম্বকের মত আটকে গিয়েছিল,খুবই কষ্ট করে পাইপটা কেটে প্রাণী টাকে মুক্ত করা হয়। পশু প্রেমী আমির শেখ বার্তা দেন আর কিছুক্ষণ পাইপের ভিতর আটকে থাকলে পথ কুকুরটির প্রাণহানি ঘটতো।

Advertisement