১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

১৯ তম সাঁওতালি ভাষা বিজয় দিবস পালন

সঞ্জয় ঘটক,সারেঙ্গা :বুধবার বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল মহলের রাইপুর ব্লকের গড় রাইপুর সবুজ সংঘ মাঠে ইউনাইটেড আদিবাসী ডেভলোপমেন্ট এসোসিয়েশন রাইপুর এর উদ্যোগে এবং ভারত জাকাত মাঝি পরগনা মহল রাইপুর ব্লক কমিটির ব্যাবস্থাপনায় সম্মানের সাথে পালিত হলো ১৯ তম সাঁওতালি ভাষা বিজয় দিবস ।

এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোরাচাঁদ মুরমু,বিপ্লব সরেন,উপেন কিস্কু (প্রাক্তন মন্ত্রী),অম্বিকা সদ্দার, সঞ্জয় সরেন, সহ বিশিষ্ঠ জনেরা ।উলেখ্য ২০০৩ সালে ২২ সে ডিসেম্বর সাঁওতাল ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তরভুক্ত হয় , তাই প্রতি বছর এই দিনটিকে সম্মানের সাথে সাঁওতালী ভাষা বিজয় দিবস উপলক্ষে পালন করা হয় বলে উদ্যোক্তারা জানান।

Advertisement