১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

হরিনাম সংকীর্তন ঘিরে উৎসাহ-উদ্দীপনা

সৌমি মন্ডল :জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে ষোলআনা পক্ষ থেকে যে হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয় এটা তার ৩০ তম বর্ষ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এবছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।শিবির সকাল থেকে অনুষ্ঠিত হলো প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বেশ কয়েকজনের ইসিজি করা হয়েছে এই শিবিরে।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

শিবিরে ডাক্তারবাবুরা যেমন খুশি হয়েছেন তেমনি যারা পরীক্ষা করালেন তারাও খুশি। এখানে উল্লেখ্য এই গ্রামের নাম সংকীর্তন উপলক্ষে তিন দিন ব্যাপী গ্রামের কারো বাড়িতে কোন রকম রান্নার আয়োজন থাকে না সকলেই ক্লাব প্রাঙ্গণে গ্রাম্য ষোল আনার উদ্যোগে হরির মেলাতে প্রসাদ গ্রহণ করেন এখানে এই হরিনাম সংকীর্তন শুধু নয় এখানে একটা মিলন মেলায় পরিণত।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

গ্রামের যে সমস্ত মানুষজন বাইরে চাকরি সূত্রে থাকেন তারাও এই সময়ে গ্রামে আসেন এছাড়া গ্রামের সমস্ত মহিলারা যাদের বিবাহ সূত্রে যারা অন্য জায়গায় রয়েছেন তা বৃদ্ধ ৯০ বছরের মানুষ তিনিও যেমন আছেন তেমনই ২২ বছরের যুবক যুবতীরা আসেন মেলা উদ্যোক্তাদের মধ্যে শিব শংকর মন্ডল চন্ডী মন্ডল সুমন মন্ডল উত্তম মণ্ডলরা জানালেন, গত দুই বছর করুনার কারণে আমাদের গ্রামের নাম সংকীর্তন বন্ধ ছিল এবারে সেই খিদে মিটিয়ে নিচ্ছেন আগত সমস্ত কুটুম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা অনুষ্ঠানে সকলের রং মাখামাখি ব্যস্ত। ডাক্তারবাবুরা হলেন এই গ্রামেরই ভূমিপুত্র তারা কথা দিয়েছেন আগামী দিনে তিন মাস ছাড়া একটি করে শিবির করবেন এখানে বিনামূল্যে এবং আগামী দিনে তাদের ওষুধের পরিষেবা দেওয়া হবে।

Advertisement