১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গলমহলে জমজমাট আদিবাসী ভাষা দিবস

সৌমী মণ্ডল :জঙ্গলমহল মূলনিবাসী মঞ্চের উদ্যোগে ১৯ তম সাঁওতালি ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল সারেঙ্গা বাগজাতা মোড়ে।প্রথমেই বাগজাতা মোড়ে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করেন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু খাতড়া মহকুমা শাসককে মৈত্রীচক্রবর্তী খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, সারেঙ্গা বিডিও ফাহিম আলম ,প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, আইসি সুজিত ভট্টাচার্য, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, তৃণমূল নেতা তারাশঙ্কর মহাপাত্র

আদিবাসী মূলনিবাসী রাজ্য সভাপতি প্রসেনজিৎ মন্ডল সম্পাদক রবীনাথ মান্ডি প্রমূখ সভাধিপতি আজকের দিনের তাৎপর্য বিশ্লেষণ করেন বর্তমানে মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সম্মান দিচ্ছেন অলচিকি লিপির মাধ্যমেপড়াশোনার ব্যবস্থা করেছেন প্রাথমিক স্তর থেকে স্নাতক স্তর পর্যন্ত। এছাড়া বেশ কয়েকটি কলেজ আদিবাসী কবি-সাহিত্যিকদের নামে তৈরি করা হয়েছে জয় জোহার প্রকল্প আদিবাসীদের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেনপ্রকল্পে। এদিনের অনুষ্ঠানে তিনজন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকদের ও একজন জাতীয় শিক্ষক কে সংবর্ধনা জানানো হয় তারা হলেন সাধন কুমার মন্ডল, পরীক্ষিত কমিল্যা, কৌশিক চট্টোপাধ্যায়।

Advertisement

গোরাচাঁদ মুর্মু, মূলমঞ্চে দুস্থদের শীতবস্ত্র প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়া রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আদিবাসী মহিলাদের সাথে নৃত্যে পা মেলালেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী ধামসা মাদল বাজান সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান কে ঘিরে এলাকায় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দুই হাজারেরও বেশি মানুষ দুপুরের খাবার খায় ও অনুষ্ঠানে যোগ দেয়।

Advertisement