১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সমাজে ঘটে চলা বিভিন্ন অপরাধ নিয়ে জেলাপুলিশের কর্মসূচি স্বয়ংসিদ্ধা

নুতন ভোরের প্রতিবেদন : আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় হরিসভা হিন্দু গার্লস হাইস্কুলে জেলা পুলিশের স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো।

 

Advertisement

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় পুলিশ অফিসার কৃষ্ণ সাহা, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহযোদ্ধার সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক, মেহেবুব হাসান , হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কেকা লস্কর, অন্যান্য শিক্ষিকা সহ হিন্দু বালিকা বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা।

 

Advertisement

এদিনের এই কর্মসূচিতে আইসি বনানী রায় তিনি তার বক্তব্যে বলেন স্বয়ংসিদ্ধা কাকে বলে, এছাড়াও স্বয়ংসিদ্ধার মধ্যে নাবালিকা বিয়ে,মানব পাচার, মোবাইল ফোনের ব্যবহার বিষয় নিয়ে উপস্থিত ছাত্রীদের সামনে আলোচনা করেন।

 

Advertisement

এছাড়াও উপস্থিত ছাত্রীরা বিভিন্ন বিষয়ের অসুবিধে নিয়ে বনানী দেবীর কাছে প্রশ্ন করে।

 

Advertisement

বিদ্যালয়ের উপস্থিত অন্যান্য শিক্ষিকারাও বিভিন্ন বিষয়ক প্রশ্ন করেন।

 

Advertisement

প্রশ্নোত্তরের পর্বে আলাপ আলোচনার মাধ্যমে অনেক বিষয় উঠে আসে যেগুলো সমাধান করার কথা ভাববেন বলে জানান আইসি বনানী রায়।

 

Advertisement

জেলা পুলিশের এমন কর্মসূচিতে উপকৃত হবে ছাত্রীরা বলে মনে পড়ছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা।

Advertisement