৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

মুখ্যমন্ত্রী উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামসংকর মন্ডল জানান, করোনার কারণে শিশুদের নানান প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। শিশু-কিশোর একাডেমির শিশুদের চলার ভাবনা এবং শিশুরা কিভাবে এগিয়ে যাবে সাংস্কৃতিক বিকাশ ঘটবে সেই বিষয়ে চিন্তাভাবনা করে।

তিনি জানান এদিনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলার ভাইরাল গায়ক হিসেবে পরিচিত মিলন কুমার এবং যোগাসনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছোট্ট মেয়ে গৌতমী দাস।রাম শংকরবাবু আরো জানান, আজ এবং কাল এই দুদিন চলবে প্রতিযোগিতা। আবৃত্তি রবীন্দ্র সংগীত নজরুল গীতি রাগপ্রধান ও শাস্ত্রীয় নৃত্য এই বিষয়ের উপর ক এবং খ বিভাগে প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী তারা রাজ্যের অংশগ্রহণ করার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিযোগিতায় যোগদান করা সকল প্রতিযোগী শংসাপত্র পাবে।রাজ্য সরকারের এই প্রকার উদ্যোগে খুশি অভিভাবক অভিভাগিকারা।

Advertisement