১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

নেহরু যুব কেন্দ্রের কর্মসূচিতে সাংসদ

মান্টি ব্যানার্জি :আজ নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান ভারতসরকার , দ্বারা জেলা যুব উৎসব ২০২৩ কার্যক্রম বর্ধমান মডেল স্কুল সভাগারে উৎসাহের সঙ্গে আয়োজন করা হয় । কার্যক্রমের শুরুতে মাননীয় সংসদ এস এস আলুয়ালিয়া প্রদীপ প্রজজ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।

জেলা স্তরীয় এই কার্যক্রমে বর্ধমান জেলার সকল ব্লক থেকে প্রতিভাবান লোক শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Advertisement

 

বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন বর্ধমান মডেল স্কুলের চেয়ারম্যান অচিন্ত মন্ডল ,বর্ধমান মডেল স্কুলের প্রিন্সিপ্যাল বিপিন বিহারী সিং সহ অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Advertisement

এই দিনে নেহেরু যুব কেন্দ্র , বর্ধমান দ্বারা সফল প্রতিভাগীদের পুরস্কার ও প্রমাণপত্র দিয়ে সম্মানিত করা হয় ।

জেলা যুব উৎসব কার্যক্রমের মূল থিম ছিল পঞ্চপুরান, india@2047*।

Advertisement

এই দিন সাংস্কৃতিক কার্যক্রম উপলক্ষে ছৌ নৃত্য, রণপা নৃত্য, ঢালী নৃত্য, কাঠি নৃত্য, লোকনৃত্য, অন্য লোক নৃত্য ও সংগীত, বিভিন্ন গ্রামীন যুব ক্লাবের দ্বারা পরিবেশিত হয়

এছাড়া জেলা যুব উৎসব ২০২৩ এ নিম্ন প্রতিযোগিতা গুলির ও আয়োজন করা হয় ড্রয়িংপ্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা, স্বরচিত কবিতা লেখেন প্রতিযোগিতা , ভাষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম।

Advertisement

 

 

Advertisement

 

এই সকল প্রতিযোগিতার সফল প্রতিযোগিরা রাজ্যস্তরে অংশগ্রহন করে । রেজাল্টের সূচি সংলগ্ন

Advertisement

মাননীয় সংসদ মহাশয় নেহেরু যুব কেন্দ্রের কার্যক্রম এই আয়োজনকে উৎসাহ মূলক প্রচেষ্টা বলে প্রসংসা করেন, এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিনন্দন জানান । একইসাথে ২০২৩ এর নির্বাচিত উৎকৃষ্ট যুব ক্লাব পুরস্কার প্রাপ্ত পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি কে মোমেন্টো প্রদান করা হয় ।

অনুষ্ঠান সফল করতে রানাপ্রতাপ ক্লাব , লক্ষিপুর, অনস্বীকার্য ভূমিকা রাখে ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এই দিন এই অনুষ্ঠান সঞ্চালন করেন সুজন ঠাকুর ও সাস্বাতী দেবী ।

কার্যক্রমের সমাপনে সমবেতভাবে রাষ্ট্রীয়গীত গাওয়া হয় ।

Advertisement

বলে জানান,উত্তরা বিশ্বাস

জেলা যুব আধিকারিক

Advertisement

নেহরু যুব কেন্দ্র

বর্ধমান

Advertisement