১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

মায়ের পাঠশালা

সঞ্জয় সাহা :মায়ের ভাণ্ডারের নতুন পদক্ষেপ মায়ের পাঠশালার শুভ উদ্বোধন হলো আজ।

 

Advertisement

 

এই বিষয়ে উদ্যোক্তাদের বক্তব্য,সাহসী ও যুগোপযোগী সিদ্ধান্ত মায়েরাই নিতে পারে। চারিদিকে শিক্ষার অগ্রগতিতে যখন বাধা, মায়ের ভাণ্ডার এগিয়ে এলো পিছিয়ে পড়া, অন্ত্যেবাসী ও অভাবী কিছু বাচ্চাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে মায়েরা। মায়ের পাঠশালায় তারা আসবে, পাঠ বুঝে নেবে, বিদ্যালয়ে প্রথাগত শিক্ষায় এগিয়ে যাবে। এর পাশে রইলো তাদের মায়েরা, যাদের অক্ষর পরিচয় টুকুও নেই। তাদের আগ্রহ দেখে, মায়ের ভাণ্ডারের মায়েরা তাদের ও সামান্য হলেও আলোর দিশা দেখাতে চায়। আজ উদ্বোধনের দিন বাচ্চারা পেলো আঁকার কাগজ, পেন্সিল, রঙ পেন্সিল। সাথে ছিলো পুষ্টিকর কিছু খাবারদাবারের আয়োজনও। এই টিফিন দেওয়ায় আমাদের পাশে এসে সাহায্য করেছেন এক শুভাকাঙ্ক্ষী দম্পতি,তাদের ছেলের জন্মদিন উপলক্ষ্যে। ধন্যবাদ ওনাদের। এই ভবের মায়ের ভাণ্ডার এগিয়ে চলুক তার নিজের গতিতে। সবাই পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তবেই হবে লক্ষ্যপূরণ।

Advertisement

 

 

Advertisement

 

২৬ শে জুন রবিবার মায়ের পাঠশালার শুভ উদ্বোধন হয় ঐদিনই প্রথম ক্লাস করানো হয়।

Advertisement

 

 

Advertisement

 

বর্ধমান রাজবাড়ীর কাছে ভেরি খানা বস্তিতে । সপ্তাহে দুদিন বুধবার ও রবিবার ক্লাস হবে। বুধবার বাচ্চা শিশুদের ও রবিবার বয়স্ক মহিলাদের জন্য যেসব মহিলারা এখনো পর্যন্ত স্বাক্ষর করতে পারেন না সেই সব মহিলাদের জন্য বিশেষ ক্লাস।

Advertisement