১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

অনাদায়ী টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান জেলার মেমারি থানার কুচুট গ্রামে অবস্থিত সর্বেশ রাইস মিল হতে অনাদায়ী টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর আনন্দোলনের ডাক দেওয়া হয় পঃবঃ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষে।

 

Advertisement

 

 

Advertisement

 

সংগঠনের রাজ্য কমিটির কনভেনার বিশ্বজিৎ মল্লিক বলেন, এই রাইস মিল হইতে আমাদের সদস্যদের অনাদায়ী টাকার পরিমাণ আনুমানিক তিন কোটি পঞ্চাশ লাখ টাকা। তিনি আরও বলেন, ব্যাঙ্ক লোন দিয়েছিল একজন ব্যক্তিকে আর আমরা ধান সরবরাহ করেছিলাম এই রাইস মিলে। ব্যাঙ্ক তার অর্থ আদায়ে মিলটি অকশন করেছে তাহলে আমাদের অর্থ কিভাবে আদায় করব?

Advertisement

 

 

Advertisement

একশ্রেণীর ব্যবসায়ী নিলামে দশ টাকার সম্পত্তি দুই টাকায় খরিদ করছে সর্বত্র। আর আমরা কৃষক সন্তানরা সর্বস্বান্ত হচ্ছি। এই অর্থ আদায়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে প্রয়োজনে আমরন অনশনে যেতে প্রস্তুত। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, জেলা সম্পাদক সুকান্ত পাঁজা ও সুভাষ মন্ডল সহ শতাধিক ধান্য ব্যবসায়ী।

Advertisement