১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

৩৭ তম বাঁকুড়া জেলা বইমেলা শুরু

পাপিয়া বারুই :শুরু হলো ৩৭ তম বাঁকুড়া জেলা বইমেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন বাঁকুড়া জেলার জয়রামবাটি মাতৃমন্দির সহ মঠাধ্যক্ষ যোগেশ্বরানন্দ মহারাজ।

মেলা কমিটির পক্ষ থেকে জানা যায় এবার মেলায় ৮৩ স্টল রয়েছে। এইবার সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নিয়ে হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা। বই মেলা চলবে চৌঠা ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত।

Advertisement

এদিনের এই বই মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী প্রমূখ।

এ বিষয়ে বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জী বলেন,বাঁকুড়া জেলা বইমেলার শুভ সূচনা হল আজ ।ভালো ভালো বই পড়ুন পড়ান এবং মন ভালো রাখুন , পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু কে সবসময় সাথে রাখুন। একটি বই উপহার দিন পরের প্রজন্মকে ,স্মার্টফোনের যুগে তাদের মনের সঠিক পরিচর্যায় বইমুখী করে তুলুন তাদের ।

Advertisement