১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

লেখক সোনিয়া তাসনিমকে সম্মাননা প্রদান ‘বিস্তীর্ণ জলছবি’ গ্রন্থ উন্মোচন করেন সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল

নূতন ভোরের প্রতিবেদন : “উদার আকাশ” প্রকাশনার প্রকাশক এবং সম্পাদক ফারুক আহমেদের আমন্ত্রণে মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, বাংলাদেশের কথা সাহিত্যিক সোনিয়া তাসনিম। “কল্যাণী বিশ্ববিদ্যাল”এর সহ উপাচার্য (প্রো-ভিসি) ড. শ্রী গৌতম পাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে লেখক শ্রদ্ধেয় ড. শ্রী গৌতম পাল স্যারের হাতে ফুলের স্তবক অর্পন করেন। আলাপচারিতা কালে শ্রদ্ধেয় ড. গৌতম পাল মহাশয় লেখকের হাতে একটি উদার আকাশ ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা স্মারক মানপত্র এবং উদার আকাশ” প্রকাশনী থেকে প্রকাশিত লেখক মুসা আলি রচিত “অচেনা আকাশ” বইটি তুলে দেন এবং একই সঙ্গে “উদার আকাশ” প্রকাশনী থেকে লেখক সোনিয়া তাসনিমের গল্পগ্রন্থ “বিস্তীর্ণ জলছবি” বইটির মোড়ক উন্মোচন করেন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

উল্লেখ্য, “উদার আকাশ” এর প্রকাশক ফারুক আহমেদ দীর্ঘ সময় ধরে তার নিষ্ঠা ও একাগ্রতায় “উদার আকাশ” প্রকাশনীকে একটি শীর্ষ পর্যায়ের প্রকাশনার সারিতে উন্নীত করেছেন। দুই বাংলার অসংখ্য গুণী নবীন এবং প্রবীণ লেখক উদার আকাশের অবারিত প্রান্তরে কলম ধরেছেন। নিয়মিত লেখা দিয়ে উদার আকাশ পত্রিকাকে সমৃদ্ধ করছেন।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

এদিন সংক্ষিপ্ত আলোচনায় দুই বাংলার শিল্প, সংস্কৃতি ও সাহিত্য চর্চামূলক বিষয়গুলো উঠে আসে।

Advertisement