১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

নাট্যপ্রেমী বর্ধমানবাসীর জন্য প্রয়াসের তিনদিনের নাট্যোৎসব

মনজিত বসু :বর্ধমান শহরের নাট্যপ্রেমী দর্শকদের নাট্য পিপাসা বহুল প্রচলিত। গত কয়েক বছরে সেই পিপাসা বা বলা ভালো ভাল নাটক দেখার আকাঙ্ক্ষা ক্রমবর্ধমান। এ হেন বর্ধমানবাসীর সেই নাট্য আকাঙ্ক্ষার কথা স্মরণ করে তিন দিনের এক নাট্যোৎসবের আয়োজন করল নাট্য সংস্থা প্রয়াস। প্রয়াস সাজঘর নাট্যোৎসব নামাঙ্কিত তিনদিনের এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর শহরের সংস্কৃতি লোকমঞ্চে।

 

Advertisement

 

 

Advertisement

তিনদিনের এই উৎসবে প্রতিদিন থাকছে দুটি করে নাটক, প্রথম দিন থাকছে ভীমরতি র প্রযোজিত নাটক ভাঙনের পথে ও কাঁচড়াপারা ফিনিক এর নাটক বিলাসী বেদনা নয়, দ্বিতীয় দিন বর্ধমান প্রয়াসের নাটক শুভ বিবাহ ও বর্ধমান অনিকের নাটক পাখি। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন নৈহাটি স্পার্টান রিপোর্টারির নাটক মন ও যাদবপুর রম্যানির নাটক হারানের নাতজামাই।

 

Advertisement

 

সংস্থার কর্ণধার উদয় মুখোপাধ্যায় জানান তিনদিনের এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্য একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়।

Advertisement